স্টাফ রিপোর্টার: বাংলাদেশে নিজেদের প্রথম সফরের শুরুটা সিলেটে করবে নিউ জিল্যান্ড ’এ’ দল। পরে শেষ ম্যাচ খেলতে ঢাকায় ফিরবে কিউইরা। তিনটি এক দিনের ও দুইটি চার দিনের ম্যাচ খেলতে আগামী ১ মে বাংলাদেশে আসবে তারা। সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার নিউ জিল্যান্ড ’এ’ দলের মাসব্যাপী সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি। গত কয়েক বছর ধরে প্রায় নিয়মিতই দেশে ও দেশের বাইরে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ জাতীয় দল। ২০২২ নিউ জিল্যান্ডের মেয়েদের বিপক্ষেও সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। তবে দুই দেশের ‘এ’ দল বা বয়সভিত্তিক দলের দ্বিপাক্ষিক সিরিজ একদমই বিরল। আগামী মে মাসের প্রথম দিন বাংলাদেশে এসে দুই দিন অনুশীলনের সুযোগ পাবে কিউইরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫ মে হবে প্রথম এক দিনের ম্যাচ। একই মাঠে ৭ মে হবে দ্বিতীয় ম্যাচ। পরে আউটার মাঠে ১০ তারিখ তৃতীয় ম্যাচে লড়বে দুই দল। এরপর আবার মূল মাঠে ১৪ মে শুরু হবে চার দিনের সিরিজের প্রথম ম্যাচ। পরে দ্বিতীয় চার দিন ও সফরের শেষ ম্যাচ খেলতে ঢাকায় আসবে দুই দল। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২১ মে শুরু হবে ওই ম্যাচ। পূর্ব নির্ধারিত সূচিতে গত বছরের অক্টোবরে হওয়ার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফর। তখন দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে সফরটি স্থগিত করে নিউজিল্যান্ড ক্রিকেট। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রায় ৭ মাস পর আসছে তারা। এই সিরিজ দিয়ে ৬ মাস পর মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। সবশেষ গত অক্টোবরে শ্রীলঙ্কায় ইমার্জিং টিমস এশিয়া কাপ খেলেছে তারা।