স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় সিরাজুল ইসলাম জোরদার স্মৃতি ক্যারামবোর্ড প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল রাত সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা শহীদ আবুল কাশেম সড়কের হোটেল অবসর সংলগ্ন এলাকায় এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুবায়েত বিন আজাদ সুস্থির, সাবেক ক্রীড়া সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক অর্থ সম্পাদক রিমন ম-ল, সাবেক সহ-সম্পাদক বাপ্পি, জেলা ছাত্রলীগ নেতা রিগান, সোহেল কায়েস, টকন, ফিরোজ, রকি, রানা, ইমন, মনটা ভেজিও প্রমুখ।