স্টাফ রিপোর্টার: জাতীয় আন্তঃস্কুল মাদরাসা ও কারিগরি সমিতি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ের বালক বিভাগের ক্রিকেট সম্পন্ন হয়েছে। এ প্রতিযোগিতার ফাইনালে চুয়াডাঙ্গা ভিক্টরি জুবিলি (ভিজে) উচ্চ বিদ্যালয় ১৬ রানে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় চুয়াডাঙ্গা ভিক্টরি জুবিলি উচ্চ বিদ্যালয় ও সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়। টস জিতে ভিজে সরকারি উচ্চ বিদ্যালয় নির্ধারিত ওভারে ৭২ রান সংগ্রহ করে।
জবাবে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় শুরুটা ভালো করতে না পারলেও শেষ দিকে এসে রানে ফেরে। তবে ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের বোলারদের কাউন্টার এটাকে রানের চাকা মন্থর হয়ে যায় সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় ৫৬ রান তুলতে সমর্থ হয়। সদর উপজেলা পর্যায়ে ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ের খেলার যোগ্যতা অর্জন করলো ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়। ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষে যারা খেলায় অংশগ্রহণ করে তারা হলো সামিউল ইসলাম (অধিনায়ক), আব্দুল মমিন, অনুভব, সাদরিল আমিন শীর্ষ, মুজাহিদ, সামি, বিজয়, নাসিম, সিনজিদ, পিয়াস, আভি, রিক্ত ও কৌশিক। ভিজে সরকারি উচ্চ বিদ্যালয় দলের কোচ ছিলেন বকুল বিশ্বাস ও ম্যানেজার ছিলেন রেজাউল ইসলাম। ফাইনাল খেলাটি পরিচালনা করেন ইসলাম রকিব, ইমান আলী, আব্দুল হাই, সোয়েব আহমেদ, সিফাত ও সিয়াম। সদর উপজেলা পর্যায়ে ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ায় ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।