মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চাঁদবিল শেরেবাংলা ক্লাবের উদ্যোগে চাঁদবিল মাঠে অনুষ্ঠিত ফুটবলে ইয়াং টাইগার্স জয়লাভ করেছে। গতকাল সোমবার বিকেলে চাঁদবিল আন্তঃপ্রিমিয়ার ফুটবল লীগে ইয়াং টাইগার্স ১-০ গোলে চাঁদবিল রাইটার্সকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের মামুন জয়সূচক একমাত্র গোলটি করেন। খেলা শেষে মেহেরপুর জেলা ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি আব্দুল মালেক ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।