মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টায় মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিবনগর কমপ্লেক্স খেলার মাঠে মহাজনপুর ইউনিয়ন একাদশ ও মোনাখালী ইউনিয়ন একাদশের মধ্যে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মহাজনপুর ইউনিয়ন মোনাখালী ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করে। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, মহাজনপুর ইউপির প্যানেল চেয়ারম্যান ময়নউদ্দীন ময়না প্রমুখ। বিজয়ী দলের লিংকন ১টি ও নাইম ১টি গোল করে। খেলায় গাফ্ফার ম্যান অফ দ্য ম্যাচ, সেরা গোলদাতা সাব্বির ও হাসিবুল সেরা গোলকিপার নির্বাচিত হন। খেলাটি পরিচালনা করনে রেফারি ফারা হোসেন লিটন। তাকে সহযোগিতা করেন আব্বাস ও মাহাবুব। ধারাভাষ্যে ছিলেন শিশির।