মেহেরপুর অফিস : মেহেরপুর সদর উপজেলার ইসলামপুর যুব ক্লাবের উদ্যোগে ইসলামপুর মাঠে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় স্বাগতিক ইসলামপুর যুব ক্লাব জয় লাভ করেছে। গতকাল রোববার বিকেলে ইসলামপুর মাঠে অনুষ্ঠিত খেলায় ইসলামপুর যুব ক্লাব ৩-০ গোলে জেলার মুজিবনগর উপজেলার কোমারপুর একাদশকে পরাজিত করে। বিজয়ী ইসলামপুর যুব ক্লাবের পক্ষে নাহিদ, আশিক ও আওয়াল একটি করে গোল করেন।