স্টাফ রিপোর্টার: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে স্থবির গোটা বিশ্ব। প্রাণঘাতি এই ভাইরাসের সঙ্কট কাটিয়ে ধীরে ধীরে ক্রীড়া আসরগুলো চালু হলেও এমন পরিস্থিতিতে বাফুফের নির্বাচন না করতে পরামর্শ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ‘মঙ্গলবার আমরা ফিফার কাছ থেকে এমন নির্দেশনামূলক একটি পত্র পেয়েছি। ওই চিঠিতে করোনা মহামারী চলাকালে সব ধরনের নির্বাচনী কর্মকা- থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে। বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন বিষয়ে সর্বশেষ তথ্য জানানোর জন্যও নির্দেশনা দিয়েছে ফিফা।’ গত ২০ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো বহুল আলোচিত এ নির্বাচন। কিন্তু ২৭ মার্চ অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির বৈঠকে করোনা মহামারীর সময় নির্বাচন নিয়ে বিভিন্ন প্রতিনিধি উদ্বেগ প্রকাশ করলে সেটি স্থগিত করা হয়। পরে ফিফা বর্তমান কমিটির মেয়াদও বাড়িয়ে দেয়। কারণ ৩০ এপ্রিল শেষ হয়েছে বর্তমান কমিটির মেয়াদ। এক চিঠিতে বাংলাদেশে করোনা ভাইরাসের উন্নতি না ঘটা পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা জারি করে ফিফা।