বিসিবি’র অধীনে মেহেরপুর জেলা একাদশের কাছে পঞ্চগড় জেলা একাদশ ১৯৬ রানে পরাজিত

 

মেহেরপুর অফিস: বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিবি) অধীনে জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের প্রথম খেলায় মেহেরপুর জেলা একাদশ শুভসূচনা করেছে। গতকাল শনিবার নড়াইল জেলা স্টেডিয়ামে মেহেরপুর জেলা একাদশের প্রথম খেলায় পঞ্চগড় জেলা একাদশকে ১৯৬ রানের পাহাড় সমান ব্যবধানে পরাজিত করে।

সকালে টসে জিতে মেহেরপুর জেলা একাদশের অধিনায়ক সাইফুল ইসলাম প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে মেহেরপুরের শ্রাবণের শতক ও অধিনায়ক সাইফুলের অর্ধশতকের সুবাদে ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৩১৮ রানের পাহাড় গড়ে তোলে। দলের পক্ষে শ্রাবণ ১১১ রান ও সাইফুল ৮১ রান করেন। জবাবে খেলতে নেমে পঞ্চগড় জেলা একাদশ মেহেরপুরের বাদশার বিধ্বংসী বোলিং এর মুখে ৩৮ ওভারে মাত্র ১১২ রান করে সবাই আউট হয়ে যায়। বাদশা একাই ৫টি উইকেট লাভ করেন।

Comments (0)
Add Comment