বাফুফের নিবন্ধন লাভ করলো জীবননগরের আলোকিত ফুটবল একাডেমি

জীবননগর ব্যুরো: দীর্ঘদিন পর চুয়াডাঙ্গার জীবননগর আলোকিত ফুটবল একাডেমি বাফুফের নিবন্ধন প্রাপ্ত হওয়ার গৌরব অর্জন করলো। দলের জন্য শুভকামনা করে দোয়া চেয়েছেন আলোকিত ফুটবল একাডেমীর পরিচালক কাজী মামুনুজ্জামান আদুন এবং বাফুফের সনদধারী আলোকিত ফুটবল একাডেমির বর্তমান কোচ মোস্তাফিজুর রহমান মুন্না। গতকাল শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অ্যাক্রিডিটেশন স্কিমের আওতায় আলোকিত ফুটবল একাডেমিকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। রাজশাহীর জেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে সার্টিফিকেট প্রদান করেন বাফুফের সভাপতি তাবিথ আউল। জীবননগর আলোকিত ফুটবল একাডেমির পক্ষ হতে সনদ গ্রহণ করেন পরিচালক কাজী মামুনুজ্জামান আদুন ও কোচ মোস্তাফিজুর রহমান মুন্না।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে কর্তৃক নিবন্ধিত ওয়ান স্টার আলোকিত ফুটবল একাডেমী ৪০ জন খেলোয়াড় নিয়ে ২০১৮ সালে যাত্রা শুরু করে। বর্তমানে এ একাডেমিতে অনূর্ধ্ব-৮ থেকে শুরু করে অনূর্ধ্ব-১৮ পর্যন্ত খেলোয়াড়দের জন্য ফুটবল প্রশিক্ষণ চালু রয়েছে। দীর্ঘ সাত বছর পথচলায় এসেছে বহু সাফল্য। বিশেষ করে এ একাডেমির খেলোয়াড়রা খেলছেন দেশের বড় বড় ফুটবল টুর্নামেন্টে। যার মধ্যে ফরিদপুর আলফাডাঙ্গা মেয়র কাপে ১৬টি জেলার মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বর্তমান সময়ে সর্বমোট ১০০ জন খেলোয়াড়দের সম্পূর্ণ বিনা বেতনে প্রশিক্ষণ প্রদান করছে এই প্রতিষ্ঠানটি। বিশেষ করে তৃণমূল পর্যায়ের সকল অসহায় সুবিধাবঞ্চিত প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে কাজ করে যাচ্ছে জীবননগরের এ ফুটবল একাডেমি। দীর্ঘ বছরের ঐতিহ্যবাহী একাডেমি আজ থেকে পূর্ণোদ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্বীকৃতি প্রাপ্ত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন একাডেমির সকল পরিচালকবৃন্দ ও সদস্যসহ বিভিন্ন বয়সের খেলোয়াড়গণ। বিগত ২০২৪ সাল থেকে দফায় দফায় যাচাই-বাছাই করে জীবননগরের এই ফুটবল একাডেমিকে প্রাথমিকভাবে অনুমোদন এবং পর্যায়ক্রমে তৃণমূলের খেলাধুলায় অংশগ্রহণ ও আয়োজনে সন্তোষজনক হওয়ায় অবশেষে গতকাল ২৫ এপ্রিল রাজশাহীতে জমজমাট অনুষ্ঠানে বাফুফের ও ফিফার সহযোগিতায় সার্টিফিকেট ও লাইসেন্স দেয়া হলো। বিশেষ করে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর মাহাবুবুল আলম পলো একাডেমির সকল দিক বিবেচনা করে এই ফুটবল একাডেমিকে চূড়ান্তভাবে মনোনীত করে ওয়ান স্টার লাইসেন্স প্রদান করেন।