কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টে কানাইডাঙ্গাকে হারিয়ে কাঞ্চনতলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রোববার বেলা ৩ টার দিকে বাঘাডাঙ্গা খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কাঞ্চনতলা ও কানাইডাঙ্গা একাদশ মুখোমুখি হয়। খেলায় কাঞ্চনতলা একাদশ ১-০ গোলে কানাইডাঙ্গা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। জয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করে সাইম সেরা খেলোয়ার নির্বাচিত হয়। খেলাটি পরিচালনা করেন সাজেদুর রহমান সজল, রাজু, জয়। খেলা শেষে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কার্পাসডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বিশ্বাস। বিশেষ অতিথী ছিলেন শিক্ষক হাসমত আলী, এএসআই জাহিদুল ইসলাম, ক্রীড়াপ্রেমী সুমন, আলমগীর, সাংবাদিক মেহেদী হাসান মিলন।