বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলে রানার আপ ট্রফি জেলা প্রশাসকের নিকট হস্তান্তর

স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ (বালক) জাতীয় গোল্ডকাপ ফুটবলে চুয়াডাঙ্গা জেলাদল খুলনা বিভাগীয় পর্যায়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ১-০ গোলে কুষ্টিয়া জেলা দলের নিকট হেরে রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় চুয়াডাঙ্গা জেলা দলকে। সঙ্গে রানার আপ ট্রফি ও ১০ হাজার টাকা প্রাইজমানী। রানার আপ ট্রফিটি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের নিকট হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাহাবুল ইসলাম সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক সালাউদ্দিন বিশ্বাস মিলন, নির্বাহী সদস্য আ. মমিন টিম ক্যাপ্টেন রাজন।

 

Comments (0)
Add Comment