স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু আন্তঃউপজেলা ফুটবলে চুয়াডাঙ্গা সদর উপজেলার ‘এ’ দল ৩-০ গোলে আলমডাঙ্গা উপজেলার ‘এ’ দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার পক্ষে জিনারুল, জুয়েল ও সোহেল ১টি করে গোল করেন। ভালো খেলে জয়লাভ করে ১ম দল হিসেবে ফাইসালে নিশ্চিত করায় চুয়াডাঙ্গা সদর উপজেলা ‘এ’ দলের ম্যানেজার নাসির আহাদ জোয়ার্দ্দার সকল খেলোয়াড়দের ধন্যবাদ জানান। গতকাল খেলার মাঠে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার মিঠু জোয়ার্দ্দার, আব্দুস সালাম ,জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, ইমরান হুসাইন, সদস্য হামিদুর রহমান সন্টু, ফারুক হোসেন, সাবেক কৃতি ফুটবলার ও কোচ সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, এ নাসির জোয়ার্দ্দার, মাহমুদুল হক লিটন, সাবেক ফুটবলার শহিদুল কদর জোয়ার্দ্দার, টিপু সুলতান, সাবেক কৃতি গোল রক্ষক টিপু, কৃতি কাজী মামুনজ্জামান আদুন প্রমুখ। আজ শনিবার অনুষ্ঠিত হবে ২য় সেমিফাইনাল মুখোমুখি হবে জীবননগর ‘এ’ দল ও চুয়াডাঙ্গা ‘বি’ দল। গতকালের ম্যাচটি পরিচালনা করেন মাসুদুর রহমান খোকন, আব্দুর সবুর, ইকতিয়ার রহমান ও নিপ্পন।