ফ্লয়েড হত্যার বিচার চেয়ে গোল ‘উদযাপন’ সানকোর

 

মাথাভাঙ্গা মনিটর: করোনাকালে উত্তাল যুক্তরাষ্ট্র। করোনা ভীতি, সামাজিক দূরত্ব শব্দগুলো জর্জ ফ্লয়েড হত্যার কাছে গুরুত্বহীন হয়ে পড়েছে। আফ্রিকান আমেরিকান কৃষ্ণাঙ্গ ফ্লয়েড হত্যার বিচারের দাবিতে দেশটির জনগণ সমবেত। করছেন বিক্ষোভ। হোয়াইট হাউজের সামনে ও রাজধানী ওয়াশিংটনে প্রেসিডেন্ট হাউজের সামনে সংঘর্ষও হয়েছে। তবুও থেকে নেই বিক্ষোভ। বিচার চেয়ে তাদের আন্দোলনে যোগ দিলেন ইংল্যান্ডের বরুসিয়া ডর্টমুন্ড উইঙ্গার জাদন সানকো। দলের ৬-১ ব্যবধানের জয়ে হ্যাটট্রিক করেছেন সানকো। এর মধ্যে নিজের প্রথম এবং দলের দ্বিতীয় গোলটি করেই জার্সি খুলে দেন সানকো। ভেতরের টি-শার্টে লেখা ‘ফ্লয়েড হত্যার বিচার চাই’। জার্মান বুন্দেসলিগা শুরু হয়েছে বেশ আগেই। কিন্তু সানকো এই প্রথম মাঠে নামেন। তার ছোট ইনজুরি ছিলো। কোচ তাই বেঞ্চেই রেখেছিলেন সানকোকে। তবে রোববারের ম্যাচ খেলতে নেমে যোগ করা সময়ে হ্যাটট্রিক করেন তিনি। এর মধ্যে ম্যাচের ৫৭ মিনিটে গোল করে ফ্লয়েড হত্যার বিচার দাবি করেন। শুধু সানকো নন, জার্মান বুন্দেসলিগার অন্যান ক্লাব ও ফুটবলাররা ওই কৃষ্ণাঙ্গকে অমানবিক নির্যাতনে হত্যার দাবি জানিয়েছেন। শালকের আমেরিকান মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনি, বরুসিয়া মনচেংলাদবাচের ফরোয়ার্ড মার্কোস থুরাম ফ্লয়েড হত্যার বিচার চেয়েছেন। গত সোমবার জর্জ ফ্লয়েড নামের ৪৬ বছর বয়সী ওই কৃষ্ণাঙ্গকে হত্যা করে যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ পুলিশ। তাকে রাস্তার ওপর ফেলে ঘাড়ে হাঁটু দিয়ে মাটিতে আট মিনিট ৪৬ সেকেন্ড চেপে ধরে রাখে। এরপর শ্বাসরোধ হয়ে তিনি মারা যান। এই ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বর্ণবাদবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

Comments (0)
Add Comment