স্টাফ রিপোর্টার : নতুন জার্সিতে নবসাজে সজ্জিত হয়েছে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ক্রিকেট টিম। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুশীলন শেষে নাস্তার বিরতিতে প্রেসক্লাব ক্রিকেটারদের হাতে নতুন জার্সি ও ট্রাউজার তুলে দেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজীব হাসান ও সহ-সাধারণ সম্পাদক ইসলাম রকিব।
উল্লেখ্য, মেহেরপুর প্রেসক্লাব আয়োজিত বঙ্গবন্ধু টি-১০ক্রিকেট টূর্নামেন্টে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও ঝিনাইদহ প্রেসক্লাব ক্রিকেট টিমকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর ওই টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে টিম ম্যানেজমেন্ট ২০ সদস্যের চুয়াডাঙ্গা প্রেসক্লাব ক্রিকেট টিমের নাম ঘোষণা করেছেন। তারা হলেন, ১. সরদার আল আমিন (অধিনায়ক), ২. রাজীব হাসান কচি (সহ-অধিনায়ক), ৩. সনজিৎ কর্মকার, ৪. আলমগীর কবীর শিপলু, ৫. ইসলাম রকিব (কোচ কাম খেলোয়াড়), ৬. জামান আকতার (উইকেটরক্ষক), ৭. শামীম রেজা, ৮. কামরুজ্জামান চাঁদ, ৯. খাইরুজ্জামান সেতু, ১০. হুসাইন মালিক, ১১.আব্দুস সালাম, ১২.পলাশ উদ্দিন, ১৩. মাহফুজ মামুন, ১৪. রানা কাদির, ১৫. নাজমুল হক স্বপন, ১৬. বিপুল আশরাফ, ১৭. অ্যাড.রফিকুল ইসলাম (মেন্টর), ১৮. ফাইজার চৌধুরী (ফিজিও), ১৯. আতিয়ার রহমান (টিম ম্যানেজার), ২০. শাহিন আলী (টিম স্টাফ)।