দামুড়হুদা অফিসঃ দামুড়হুদায় সংখ্যালঘু সম্প্রদায় বিবাহিত-আবিবাহিত প্রতি ফুটবল ম্যাচে বিবাহিত দল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে দামুড়হুদা দাশপাড়া যুবসমাজের আয়োজনে খেলায় দাশপাড়া বিবাহিত -অবিবাহিত দল অংশ নেই। খেলার নির্ধারিত সময়ে বিবাহিত দল অবিবাহিত দল কে ১-০গোলো পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় বিজয়ী দলের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও দামুড়হুদা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী নওশাদ আলি। এসময় অতিথি ছিলেন সাংবাদিক আলি আজগর সোনা, হাবিবুর রহমান হাবীব ও দৈনিক মাথাভাঙ্গার সাংবাদিক এমআই মিরাজ। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন ইউসুফ আলি, নুরুল হক ও ক্রীড়া সংগঠন সহিদ আজম সদু। এসময় উপস্থিত ছিলেন আনন্দ দাশ, সুভাশ দাশ, মতি দাশ, মিঠু দাশ, শুভ দাশ, অনিল দাশ, ছোটন দাশ, স্বপন দাশ, অনন্ত দাশ, অরুণ দাশ, রন্জু দাশ, আতর আলী, ইমরান হোসেন প্রমুখ।