দামুড়হুদা অফিস: দামুড়হুদায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১টার দিকে দামুড়হুদা শেখ রাসেল মিনি স্ট্রেডিয়াম মাঠে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলি মুনছুর বাবু। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা রফিক, দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি খাতুন, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অপু সরকার ও ছাত্রলীগ নেতা আশরাফুল আলম সুমন। এসময় দামুড়হুদা উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে তিনটি গ্রুপে ৫৪ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু।