দামুড়হুদা অফিস: দামুড়হুদায় অনূর্ধ্ব ১৭ ফুটবল দলের খেলোয়াড়দেরকে ফুটবল উপহার দিলেন দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক হযরত আলী। গতকাল মঙ্গলবার সকালে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা মহাসিন আলী, হযরত আলী ছোট, সাইদুর রহমান প্রমুখ। এ সময় হযরত আলী মুজিবশতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু, বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে তাদের অংশগ্রহণের সাফল্য কামনা করেন।