দামুড়হুদার কলাবাড়ী-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার কলাবাড়ী-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন রাজস্ব খাত থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার কার্যালয়ে থেকে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ক্রীড়া সামগ্রীর মধ্যে রয়েছে দুটি বিদেশী ফুটবল, দুটি বিদেশী ভলিবল, একটি ভলিবল নেট, দুই সেট দাবাকোর্ট ও একটি হ্যান্ডবল। সভাপতিত্ব করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. বিল্লাল হোসেন। প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক মো. জহুরুল ইসলাম। ক্রীড়া সামগ্রী গ্রহণ করেন কলাবাড়ী-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, ক্রীড়া শিক্ষক মাহমুদুল হাসান ও অফিস সহকারী সায়ফুল ইসলাম।

 

Comments (0)
Add Comment