দর্শনায় ফুটবল টুর্নামেন্টে কার্পাসডাঙ্গা জয়ী

কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার দর্শনায় ফুটবল টুর্নামেন্টে কার্পাসডাঙ্গা একাদশ জয়ী হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টার দিকে দর্শনা খেলাঘর কর্তৃক আয়োজিত দর্শনা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ১ রাউন্ডের খেলায় কার্পাসডাঙ্গা একাদশ ও চুয়াডাঙ্গার বেলাগাছি একাদশ মুখোমুখি হয়। খেলায় কার্পাসডাঙ্গা একাদশ ২-১ গোলে বেলাগাছি একাদশকে পরাজিত করে। জয়ী দলের পক্ষে হাসান ও আশিক ১টি করে গোল করেন। খেলায় আশিক সেরা খেলোয়ার নির্বাচিত হন। খেলাটি পরিচালনা করেন নিপ্পন, খায়রুল ও মানিক।
Comments (0)
Add Comment