টি-টোয়েন্টিতে অধিনায়ক হচ্ছেন সাকিব আল হাসান

 

স্টাফ রিপোর্টার: সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে নেতৃত্ব হারাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার পরিবর্তে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হতে পারে সাকিব আল হাসানকে। শুধু নেতৃত্ব হারানোই নয়, নেতৃত্ব হারানোর পাশাপাশি দল থেকেও বাদ পড়তে পারেন মাহমুদউল্লাহ। তার মতো টি-টোয়েন্টি থেকে বাদ পড়তে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এমন পরিকল্পনাই করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন জিম্বাবুয়ে সফর থেকেই সাকিব আল হাসানকে টি-টোয়েন্টি অধিনায়ক করতে চায় বিসিবি। কিন্তু সাকিব জিম্বাবুয়ে সফর থেকে আগেই ছুটি নিয়ে রেখেছেন। যে কারণে জিম্বাবুয়ে সফরে অধিনায়কের দায়িত্ব পালন করার কথা রয়েছে টি-টোয়েন্টিতে সাকিবের ডেপুটি হিসেবে নিয়োগ পেতে যাওয়া নুরুল হাসান সোহানের।

Comments (0)
Add Comment