জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার কাশিপুরে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। কাশিপুর ক্রীড়া সংঘের আয়োজনে গতকাল শুক্রবার কাশিপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় বনলতা একাদশ বিজয়ী হয়। খেলা শেষে বনলতা নার্সারী অ্যান্ড এগ্রো ফার্মের ব্যবস্থাপক রফিউল আলীম খেলোয়াড়দের হাতে মালটা গাছের চারা বিতরণ করেন।
বিকেলে কাশিপুর ফুটবল মাঠে বনলতা একাদশ বনাম ড্রীম একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। প্রচুর দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত খেলায় বনতলা একাদশ একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ৩-১ গোলে ড্রীম একাদশকে পরাজিত করে। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন বনলতা একাদশের আশরাফুল আলম। খেলা শেষে বনলতা একাদশের কর্ণধার ও বনলতা নার্সারী অ্যান্ড এগ্রো ফার্মের ব্যবস্থাপক রফিউল আলীম খেলোয়াড়দের হাতে মাল্টা গাছের চারা তুলে দেন বলে জানা গেছে।