জীবননগরের কৃতি ফুটবলার মীর হালিমের ইন্তেকাল

জীবননগর ব্যুরো: ৯০ দশকের কৃতি ফুটবলার জীবননগর দৌলৎগঞ্জপাড়ার মীর মোস্তাক (৫৫) ওরফে হালিম স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে …. রাজেউন)। চাকরিতে কর্মরত অবস্থায় মঙ্গলবার রাতে কুমিল্লা জেলা শহরের বাসাতে তিনি মারা যান। এনজিও ফোরামের শীর্ষ এ কর্মকর্তা বরগুনা জেলায় পরিচালিত আম্ফান প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। গতকাল বুধবার আসর নামাজ বাদ স্টেডিয়ামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

মীর মোস্তাক শহরের দৌলৎগঞ্জের মৃত মীর কেরামত আলীর ছেলে ও মৃত শিক্ষক মীর মাহতাব আলীর ভাইপো। মীর হালিমের বড় ভাই মীর এমদাদ আলী হাবিব এটিএন বাংলা টেলিভিশনে কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান প্রেট্রোকেম সোনালী দিন উপস্থাপনা করে থাকেন। নামাজে জানাজা শেষে তাকে স্টেডিয়াম কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে জীবননগর উপজেলার প্রাক্তন ফুটবলারসহ জেলা পরিষদ সদস্য শফিকুল আলম নান্নু শোকপ্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

Comments (0)
Add Comment