স্টাফ রিপোর্টার: আর কয়েকদিন পড়ে মাঠে গড়াবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ১৯ ফেব্রুয়ারি হাইব্রিড মডেলে শুরু হতে যাওয়া এই আসরে শিরোপার জন্য লড়বে ৮টি দল। যার মধ্যে আছে বাংলাদেশও। যা সামনে রেখে এখন নিজেদের প্রস্তুত করছে নাজমুল হোসেন শান্তর দল। মেগা এই টুর্নামেন্টের আগে আর কোনো ওয়ানডে ম্যাচ না থাকায় বাংলাদেশের ক্রিকেটারদের প্রস্তুতিটা হচ্ছে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে। জানা গেছে, আগামী ১৫ ফেব্রুয়ারি দুবাইতে পাকিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবে টাইগাররা। এটি হতে যাচ্ছে টুর্নামেন্টটির আগে বাংলাদেশ দলের একমাত্র প্রস্তুতি ম্যাচ। পরে নিজেদের প্রথম ম্যাচে ২০ ফেব্রুয়ারি ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ দল। ২ সপ্তাহ পর শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে দুবাইয়ে। রাওয়ালপিন্ডিতে টাইগারদের পরের ম্যাচ ২৪ ফেব্রুয়ারি। একই ভেন্যুতে ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এর আগে ৭ ফেব্রুয়ারি বিপিএল শেষ হওয়ার পর দেশে চার-পাঁচদিন অনুশীলন করবেন ক্রিকেটাররা। বিপিএলের ফাইনাল ও দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে যারা বাদ পড়েছেন তাদের নিয়ে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে বৃহস্পতিবার থেকে। কোচিং করাবেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দুবাই রওনা দেয়ার আগে জাতীয় দলের সব ক্রিকেটার অনুশীলন করবে না। কারণ বিপিএলের মত দীর্ঘ এক টুর্নামেন্টের পর পেসারদের বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। এরই মধ্যে ঢাকায় এসে বিপিএলের বেশ কয়েকটি ম্যাচ দেখেছেন প্রধান কোচ ফিল সিমন্স। শুক্রবার ঢাকায় আসার কথা রয়েছে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের। কোচিং স্টাফের বাকি সদস্যরা সরাসরি সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেবেন।