চুয়াডাঙ্গা মহিলা ক্রিড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক পতিœ মেহেনাজ খানকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মহিলা ক্রিড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক পতিœ মেহেনাজ খানকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে সংগঠনের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ক্রিড়া সংস্থার সভাপতি সংবর্ধিত অতিথি মেহেনাজ খান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রিড়া সংস্থার সহসভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পতিœ সিন্থিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট গোপালী সরকার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদা মিলি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য নুরুন্নাহার কাকলী, নূর পেয়ার বেগম, নাবিলা রুকসানা ছন্দা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা ক্রিড়া সংস্থার সাধারণ সেলিনা খাতুন। উপস্থিত ছিলেন সুলতান আরা রতœা, রুমানা আক্তার, রোজিনা আক্তার, রাফিয়া আক্তার সাথী, দিলরুবা খুকু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা মহিলা ক্রিড়া সংস্থার সদস্য কারেবী কবির।

Comments (0)
Add Comment