সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা তিয়রবিলা ক্রিকেট সংঘের উদ্যোগে গতকাল শুক্রবার বিকাল ৩টার দিকে তিয়রবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে সূবর্ণ জয়ন্তী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। তিয়রবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিয়ার রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সূবর্ণ জয়ন্তী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ^াস প্লাস্টিক ডোর ইন্ডাস্ট্রিজ এমডি আহসান কবির বান্টু, রানী ভবন মসজিদের সভাপতি মান্নান চৌধরী, হারুন অর রশিদ, আব্দুল লতিফ মন্টু, রবজেল ম-ল, মুন্সী আব্দুর রশিদ, গোলাম সারোয়ার গামা, ৯নং ওয়ার্ড মেম্বার শরিফুল ইসলাম, কায়েতপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হাফিজুর রহমান, শিক্ষক আতিয়ার রহমান, তিয়রবিলা ক্যাম্পের টুআইসি এএসআই মাসুদুর রহমান, মজিবর রহমান মালিতা, ওমর ফারুক, বীর মুক্তিযুদ্ধা আত্তাব উদ্দিন, তিয়রবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, হাবিল উদ্দিন, আনারুল ইসলাম দুলু, লিন্টু রহমান, নজির উদ্দীন, নাসির উদ্দিন, মফিজ উদ্দিন, গনিরুদ্দিন, লুৎফর হোসেন, হাফিজুর রহমান মাস্টার, শাহ আলম চন্টু, জহুরুল ইসলাম, খাসকররা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, ফতে আলী ম-ল, তিয়রবিলা ক্রিকেট সংঘের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বদরগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমান ও তিয়রবিলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুনজুরুল ইসলাম। টুর্নামেন্টে বিভিন্ন এলাকার ১৬টি দল অংশগ্রহণ করবে।