চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার

ভালো খেলোয়াড় হতে হলে নিয়মিত অনুশীলন করতে হবে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র-১ সুলতানারা রতœা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ডিএফ’র সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, নিয়মিত খেলাধুলায় অংশ না নিলে ভালো খেলোয়াড় হওয়া যায় না। তাই ভালো খেলোয়াড় হতে হলে নিয়মিত অনুশীলন করতে হবে। বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারীতে সবই যখন স্থবির তখন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তার দূরদর্শী পদক্ষেপ নিয়ে করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন। ফলে বর্হিবিশ্বের তুলনায় আমাদের দেশে করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেনি। শুধু তাই নয়, বিশ্বের ১৩০টি দেশকে পেছনে ফেলে প্রথম কোটায় করোনা ভাইরাসের টিকা পেয়েছে। এটি সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও সাহসিকতায়। দেশে করোনার প্রভাব অনেকটায় কমতে শুরু করেছে। তাই স্বল্প পরিসরে খেলাধুলাও শুরু করা হচ্ছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি পুলিশ সুপার বলেন, খেলার উদ্বোধনী অনুষ্ঠানে দীর্ঘ বক্তৃতা নয়, মূল কথা হলো খেলাধুলা খেললে শরীর মন যেমন ভালো থাকে, তেমনই যুব সমাজকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখে। ফলে খেলাধুলার মাধ্যমে একজন আদর্শ ও ভালো মনের মানুষ হয়ে গড়ে ওঠা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম সনি, বর্তমান সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসলাম রকিব, চুয়াডাঙ্গা এনএসআইয়ের উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আশরাফ আলী, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন, জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক নুরুন্নাহার কাকুলী, জেলা আ.লীগের উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, ইমরান হুসাইন, সদস্য হামিদুর রহমান সন্টু, ফারুক হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর ফকরুল আলম, সদর থানার অপরেশন অফিসার একরামুল হক, সাবেক ফুটবলার মিঠু জোয়ার্দ্দার, ওয়ালীউল্লাহ সিদ্দিক, ওবায়দুল হক জোয়ার্দ্দার, সাবেক কৃতি ফুটবলার ও কোচ সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, মাহমুদুল হক লিটন, সাবেক ফুটবলার শহিদুল কদর জোয়ার্দ্দার, টিপু সুলতান, সাবেক কৃতি গোলরক্ষক টিপু, কৃতি কাজী মামুনজ্জামান আদুন, দিনার, দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক এম নুরুন্নবী প্রমুখ।
উদ্বোধনী আলোচনা শেষে খেলা শুরু হওয়ার আগে সদ্য প্রয়াত চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় মাসুদ হোসেন জোয়ার্দ্দারের (অলোক জোয়ার্দ্দার) স্মরণে ১ মিনিটের নীরবতা পালন করা হয়। উদ্বোধনী ম্যাচে চুয়াডাঙ্গা সদর উপজেলা টাইব্রেকারে ২-০ গোলে দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে শুভ সূচনা করে। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র-হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। প্যানাল্টি স্যুট আউটে চুয়াডাঙ্গা ২-০ গোলে দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে শুভ সূচনা করে। দলের পক্ষে চুয়াডাঙ্গা ‘এ’ দলের সোহেল একাই দুটি গোল করেন। চুয়াডাঙ্গা দলের কোচ ছিলেন হ্যাজি ও ম্যানেজার ছিলেন নাসির আহাদ জোয়ার্দ্দার। দামুড়হুদা উপজেলা দলের কোচ ছিলেন শহিদুল হক সদু ও ম্যানেজার ছিলেন বকুল আহম্মেদ। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসলাম রকিব। নক আউট ভিত্তিক টুর্নামেন্টে চুয়াডাঙ্গার ৮টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচটি পরিচালনা করেন আব্দুর সবুর, রেজাউল হক রিজু, হাফিজুর রহমান ও রবিউল ইসলাম রবি।

 

Comments (0)
Add Comment