চুয়াডাঙ্গায় জেলা পর্যায়ে আন্তঃস্কুল-মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ৫০তম জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলাধুলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ৯টায় চুয়াডাঙ্গার পুরাতন স্টেডিয়ামে বালকদের ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দিক, আল-হেলাল ইসলামী একাডেমির সহকারী শিক্ষক আব্দুল হক, জেলা শিক্ষা অফিসের সচিব মিকাইলসহ দু’দলের ক্রিকেটারগণ। একই সাথে চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়মাঠে বালিকাদের ভলিবল ও ব্যডমিন্টন একক-দ্বৈত প্রতযোগিতা শুরু হয়েছে। আজ শুক্রবার সাইকেলিং প্রতিযোগিতা ও এথলেটিক্স প্রতিযোগিতাশেষ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

Comments (0)
Add Comment