চুয়াডাঙ্গার খাড়াগোদায় ক্যারাম প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গার খাড়াগোদা বাজারে কালোভূত ক্যারাম বোর্ড প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় খাড়াগোদা বাজারে আশিক টি স্টলে এ ক্যারাম বোর্ড প্রতিযোগিতা ও লুবনা মেডিসিন কর্ণারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। কালোভূত ক্যারাম বোর্ড প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ গ্রহণ করে। খেলায় চ্যাম্পিয়ন হয় পলাশ-অনিক জুটি, রানার্স আপ হয় রিপন-মাহফুজ জুটি এবং তৃতীয় স্থান অধিকার করেন হাসান-সাকিব জুটি। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, একুশে টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এম. রায়হান, চুয়াডাঙ্গা জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাসিম, লুবনা মেডিসিন কর্ণারের স্বত্ত্বাধিকারী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোস্তাফিজুর রহমান বকুল। এ সময় আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির রাতুল হাসান, সুজন আহমেদ, শিলন, মাহফুজ, অনিক, পলাশ, রিপন প্রমুখ। কালোভূত ক্যারাম বোর্ড প্রতিযোগিতার স্পন্সার হিসেবে ছিলেন চুয়াডাঙ্গা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাসিম এবং লুবনা মেডিসিন কর্ণারের স্বত্ত্বাধিকারী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোস্তাফিজুর রহমান বকুল।