দামুড়হুদা অফিস :
“বাল্য বিয়ে কে লাল কাড’মাদক কে না বলুন” স্লোগানে দামুড়হুদার চারুলিয়া ফুটবল টুর্নামেন্টের ১৫তম খেলা অনুষ্ঠিত হয়েছে । সোমবার বিকেল ৫ টার দিকে চারুলিয়া যুবসমাজের আয়ােজনে অনুষ্ঠিত খেলায় দামুড়হুদা একাদশ জয়লাভ করে । দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের চারুলিয়া দারুস সুন্নাহ নুরুন্নাহার রুহুল আমিন কাওমী মাদরাসার মাঠে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করে দামুড়হুদা একাদশ বনাম
জগনাথপুর ফুটবল একাদশ । খেলায় নির্ধারিত সময়ে জগনাথপুর ফুটবল একাদশকে ১-০ গােলে হারিয়ে জয়লাভ করে দামুড়হুদা একাদশ ।এসময় অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম , চারুলিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ , হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলি, নাটুদহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন,নাটুদহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লিমন খাঁন,
সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । খেলায় রেফারির দায়িত্বে ছিলেন সোহেল রানা আলি । এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা ফুটবল জগতের প্রান পুরুষ ক্রীড়া প্রেমী শহিদ আজম সদু ও জাকির হোসেন ।