কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কার্পাসডাঙ্গা স্পোর্টিং ক্লাব ফুটবল দলের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে কার্পাসডাঙ্গা হাইস্কুলমাঠে আলিফ টেলিকমের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী পিয়ার আলী খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক সাইফুল ইসলাম, কার্পাসডাঙ্গা ফুটবল দলের সাবেক সেরা স্ট্রাইকার আশুব্বর রহমান বাবু, সাংবাদিক রতন বিশ্বাস, সাংবাদিক মেহেদী হাসান মিলন, ব্যবসায়ী হায়াত আলী প্রমুখ।