কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফুটবল টুর্নামেন্টে দূর্গাপুর একাদশ জয়ী হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে কার্পাসডাঙ্গা হাইস্কুল মাঠে উপজেলার দুর্গাপুর একাদশ ও গোবিন্দপুর মুখোমুখি হয়। খেলায় দুর্গাপুর একাদশ ১-০ গোলে গোবিন্দপুর একাদশকে পরাজিত করে। জয়ী দলের পক্ষে সাব্বির একমাত্র গোলটি করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলাটি পরিচালনা করেন শিক্ষক আবু বক্কর সিদ্দিক, মো. রফিক ও নাসিম। এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, ক্রীড়াপ্রেমী শিক্ষক আহম্মদ আলী, ক্রীড়াপ্রেমী আশুব্বর রহমান বাবু, হেয়ার প্রসেসিং সভাপতি হাসিবুজ্জামান শহিদ বিশ্বাস, কার্পাসডাঙ্গা ফুটবল দলের সাবেক কিংবদন্তী ফুটবলার নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জামাত আলী, সাংবাদিক রতন বিশ্বাস, সাংবাদিক মেহেদী হাসান মিলন, ক্রীড়াপ্রেমী ও স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা তুহিন আক্তার, টুর্নামেন্ট পরিচালক প্রিন্স সাজ্জাদ, ছাত্রলীগ নেতা রিয়াদ, জাস্টিন, সেলিম, মানিক প্রমুখ।