কার্পাসডাঙ্গা প্রতিনিধি : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের ২ম সেমিফাইনাল খেলায় কোমরপুর একাদশ জয়ী হয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। বুধবার বিকাল ৪ টার দিকে কার্পাসডাঙ্গা হাইস্কুল মাঠে কোমরপুর একাদশ ও ধান্যঘরা – দূর্গাপুর একাদশ মুখোমুখি হয়। খেলায় কোমরপুর একাদশ টাইব্রেকারে ৩-২ গোলে ধান্যঘরা- দূর্গাপুর একাদশকে পরাজিত করে। জয়ী দলের পক্ষে সজিব সেরা খেলোয়ার নির্বাচিত হন। খেলাটি পরিচালনা করেন প্রিন্স সাজ্জাদ, শফিকুল ও নাসিম। খেলা শেষে নয়ন অটো মেশিনারিজের স্বত্বাধিকারী শরিফুল ইসলামের পক্ষ থেকে সেরা খেলোয়ারের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এসময় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সহিদুল হক, কার্পাসডাঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শওকত আলী, ক্রীড়াপ্রেমী শিক্ষক আহম্মদ আলী, শিক্ষক সাইফুল ইসলাম, শিক্ষক আবু বক্কর সিদ্দিক, ক্রীড়াপ্রেমী আশুব্বর রহমান বাবু, হেয়ার প্রসেসিং সভাপতি শহিদ বিশ্বাস, সাবেক ফুটবলার নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগ নেতা জামাত আলী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা বিশ্বাস, ক্রীড়াপ্রেমী আব্দুল মতিন খশরু, সাংবাদিক রতন বিশ্বাস, সাংবাদিক মেহেদী হাসান মিলন, ছাত্রলীগ নেতা তুহিন, রিয়াদ, জাস্টিন, সেলিম, মানিক প্রমুখ।