কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় প্রীতি ফুটবল খেলায় কার্পাসডাঙ্গা একাদশকে পরাজিত করেছে মেহেরপুর জেলার রতনপুর একাদশ। গতকাল শনিবার বিকাল ৪ টার দিকে কার্পাসডাঙ্গা মিশন মাঠে কার্পাসডাঙ্গা মিশন একাদশ ও মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার রতনপুর একাদশের মধ্যকার খেলায় দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মিশন একাদশকে ৪ – ০ গোলে পরাজিত করেছে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার রতনপুর একাদশ। জয়ী দলের পক্ষে রিপন মন্ডল সর্বোচ্চ দুইটি গোল করেন এবং সুজন স্পর্শ একটি করে গোল করেন। খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হন রিপন মন্ডল। খেলাটি পরিচালনা করেন ইতি সরকার, বিশ্বজিৎ ও লিবিও।