কার্পাসডাঙ্গায় প্রাথমিক ক্রীড়া-সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া, সাংস্কতিক ও কুইজ প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার সময় কার্পাসডাঙ্গা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও কমিটির সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জাহিদুর রহমান মুকুল, কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আতিয়ার রহমান, ইউপি সদস্য আলমগীর হোসেন, দেলোয়ারা খাতুন, কার্পাসডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলছুম খাতুন, বাঘাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ জুয়েল, শিক্ষক মো. কামাল উদ্দিন, মো. লাভলু, মোজাহিদুর রহমান, আসাদ ই আলম, আব্দুস সামাদ, সাহানা পারভীন, হাসিনা খাতুন, উম্মে কুলছুম, আজিজুল হক টোটন, মতিয়ার রহমান, মো. আশরাফ আলী। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন শিক্ষক হারুন অর রশিদ ও মাহবুবুর রহমান জুয়েল। প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। খেলায় কার্পাসডাঙ্গা এলাকার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিযোগিতা অংশগ্রহণ করে।

Comments (0)
Add Comment