আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ খেলতে আসার কথা ছিল নিউজিল্যান্ডের। করোনাভাইরাস মহামারি পরিস্থিতির উন্নতি না ঘটায় এ সিরিজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই দেশের ক্রিকেট বোর্ড মিলেই সিদ্ধান্তটা নিয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বিসিবি।আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সূচির অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল কেন উইলিয়ামসনদের। বিজ্ঞপ্তিতে বলা হয়,বিসিবি ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) এ সিরিজ স্থগিত করতে সম্মত হয়েছে। সিরিজের সূচি নতুন করে ঠিক করতে এখন কাজ করবে দুই দেশের বোর্ড। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন কোভিড-১৯ ভাইরাস পরিস্থিতি এখন যে পর্যায়ে আছে তাতে আগস্টে পুর্ণাঙ্গ সিরিজ আয়োজন করা কঠিন হবে প্রস্তুতি বিচারে। খেলোয়াড়,স্টাফদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে আমরা ঝুঁকি নিতে পারি না। এ অবস্থায় বিসিবি ও এনজেডসি মনে করছে সিরিজ স্থগিত রাখাই সঠিক পথ। বুঝতে পারছি,দুই দলের খেলোয়াড়,অফিশিয়াল এবং ভক্তদের জন্য এটা হতাশার। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ এমন সিদ্ধান্তের যৌক্তিকতা বুঝতে পারার জন্য। বাংলাদেশে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা প্রায় ১ লাখ ২০ হাজার। মৃত ১৫০২। করোনার থাবায় এর আগে গত এপ্রিলে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর স্থগিত হয়। জুনে দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসার কথা ছিল স্টিভেন স্মিথদের। স্থগিত হয় গত মে মাসের আয়ারল্যান্ড সফরও।