মাথাভাঙ্গা মনিটর: শ্রীলঙ্কা অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যদিয়ে যাচ্ছে। এই অবস্থায় দেশটির ক্রিকেট বোর্ড (এসএলসি) এশিয়া কাপ আয়োজন করতে চায় না। তারা এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) আসর সরিয়ে নেয়ার জন্য অনুরোধ করবে। ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম এমনটাই দাবি করেছে। সংবাদ মাধ্যমটির মতে, আইপিএল ফাইনাল রোববার শেষে এসিসি প্রেসিডেন্ট জয় শাহর সঙ্গে মিটিং করে আসর সরিয়ে নেওয়ার অনুরোধ করবে লঙ্কান বোর্ড। এরই মধ্যে দেশটির ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শাম্মি ডি সিলভাসহ বেশ ক’জন কর্মকর্তা আইপিএল ফাইনাল দেখতে এবং এশিয়া কাপের আয়োজন সম্পর্কে কথা বলতে হমেদাবাদ এসেছেন। এবারের এশিয়া কাপের সূচি নির্ধারণ করা হয়েছে ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর। লঙ্কান বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, ‘এশিয়া কাপের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। তবে আলাপ-আলোচনা চলছে।’ এর আগে এসিসি প্রেসিডেন্ট জয় শাহ বলেছিলেন, এই পরিস্থিতিতে শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন করা কঠিন। আইপিএলের ব্যস্ততা শেষ হলে সিদ্ধান্ত নেয়া হবে। শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজন করতে না পারলে সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ হবে সম্ভাব্য আয়োজক। কারণ ভারত, পাকিস্তানে আসর আয়োজনের কোন সম্ভাবনা নেই। এর মধ্যে আগস্ট-সেপ্টেম্বরে আরব আমিরাতে প্রচ- গরম হওয়ায় আসরটি বাংলাদেশে সরে আসতে পারে। শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজন করতে না চায়লেও অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের ব্যপারে কী করবে ওই সিদ্ধান্ত এখনও জানায়নি। আগামী মাসের প্রথম সপ্তাহে টেস্ট খেলতে অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরে আসার কথা আছে।