আলমডাঙ্গার ভোগাইলবগাদিতে ফুটবল খেলা ও পুরস্কার বিতরণ

আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার ভোগাইলবগাদিতে ফুটবল খেলা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে ভোগাইলবগাদি মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খেলায় মুখোমুখি হয় ঝিনাইদহ জেলা সিনিয়র সহকারী জজ মোহাম্মদ তরিকুল ইসলাম একাদশ ও আসমানখালী পুলিশ ক্যাম্প ইনচার্জ আব্দুর রহিম একাদশ। খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ায় এ খেলা পুনরায় পরবর্তী দিনে অনুষ্ঠিত হবে। খেলা পরিচালনা করেন আবুজার গিফারী, চঞ্চল চৌধুরী ও হাসিবুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী চেয়ারম্যান পদপ্রার্থী সোহানুর রহমান সোহান। খেলায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন বাবু মিয়া। প্রধান অতিথি ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সংরক্ষিত সদস্য কাজল রেখা, সৌরব হোসেন, দেলোয়ার জাহান ঝন্টু, বিশিষ্ট সমাজসেবক হাসিবুল ইসলাম, আরিফুজ্জামান আরিফ, রকিবুল ইসলাম, মারফত আলী, ইলিয়াস হোসেন, মিলন মাহমুদ, শরিফ মিয়া, নেজাদ, আশরাফী সোহান মিয়া, সাজিল মিয়া, জহির মিয়া, সাহাবুল ইসলাম, গিয়াস উদ্দিন, আব্দুল কুদ্দুস, বিল্লাল ম্যানেজার, রবিদা, মোজাম আলী, নাজমুল হোসেন, আলাউদ্দিন, জাহিদুল ইসলাম, শাহিন মাস্টার, নজরুল ইসলাম, গাংনী ইউনিয়ন যুবলীগের সভাপতি রোকনুজ্জামান টোকন, মামুনুর রশিদ, সুইট হোসেন, শামীম রেজা, লিটন আলী, পলাশ উদ্দিন, নাঈম হোসেন, আশা হোসেন প্রমুখ। ধারাভাষ্যে ছিলেন মনিরুল ইসলাম।

Comments (0)
Add Comment