আর্জেন্টিনার টিকে থাকার লড়াই আজ : হারলেই বিদায়

মাথাভাঙ্গা মনিটর: ফেভারিট দলগুলোর একটি হিসেবে কাতার বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনার পথচলায় লেগেছে বড় এক ধাক্কা। শক্তিতে অনেক পিছিয়ে থাকা সৌদি আরবের কাছে হারের পর জেগেছে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কা। ঠিক এই সময়ে সামনে এগিয়ে যেতে নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন লিওনেল মেসি। ঘুরে দাঁড়িয়ে আলবিসেলেস্তাদের সত্যিকারের সামর্থ্য দেখাতে বললেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। সৌদি আরবের বিপক্ষে যে মাঠে প্রথম ম্যাচটি হেরেছিলো আর্জেন্টিনা, লুসাইলের ওই মাঠে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা খেলবে দ্বিতীয় ম্যাচটি। আজ জিতলে আসরে টিকে থাকবে আর্জেন্টিনা, হারলেই বিদায়। অন্যদিকে পোল্যান্ডের সঙ্গে গোল শূন্য ড্র করেছে মেক্সিকো। আর ওই ম্যাচের সেরা খেলোয়াড় ছিলেন গিয়েরমো ওচোয়া। রবার্তো লেভানদভোস্কির পেনাল্টি ঠেকিয়ে দলকে মূল্যবান ১ পয়েন্ট এনে দিয়েছেন তিনি। এবার আর্জেন্টিনার বিপক্ষে কঠিন পরীক্ষার জন্যও নিজেকে প্রস্তুত ঘোষণা করেছেন মেক্সিকোর অভিজ্ঞ এই গোলরক্ষক। দোহারের লুসাইল স্টেডিয়ামে আজ শনিবার ‘সি’ গ্রপের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে এই ম্যাচটি। আর্জেন্টিনা ও মেক্সিকোর মধ্যকার ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টসে। অনেকটা বাঁচা-মরার লড়াইয়ে আজ শনিবার মেক্সিকোর বিপক্ষে মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি হারলে লিওনেল মেসিদের বিদায় নিশ্চিত, ড্র করলেও বেজে যাবে বিদায়ঘণ্টা। এমন ম্যাচে মেসির সামনে বাধা হতে পারেন মেক্সিকোর গোলরক্ষক গিয়েরমো ওচোয়া। যদিও মেসির শ্রেষ্ঠত্ব মেনে নিলেও তাকে হতাশ করতে মরিয়া হয়ে আছেন তিনি। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। মেক্সিকো গোলশূন্য ড্র করে পোল্যান্ডের সঙ্গে। দ্বিতীয় রাউন্ডে যেতে দুই দলের জন্য তাই আজকের ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ। ক্লাব ফুটবলে খুব একটা সাড়া পাওয়া যায় না। কিন্তু বিশ্বকাপ এলেই চীনের প্রাচীর হয়ে গোলের সামনে দাঁড়িয়ে যান গিয়েরমো ওচোয়া। যার ছাপ দেখা গেছে পোল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে। এবার আর্জেন্টিনার বিপক্ষে কঠিন পরীক্ষার জন্যও নিজেকে প্রস্তুত বলে জানিয়েছেন মেক্সিকোর এই গোলরক্ষক।

Comments (0)
Add Comment