অপমান অপদস্থের কথা বলতে গিয়ে কাঁদলেন সাবিনা-ঋতুপর্ণারা

স্টাফ রিপোর্টার: অধিনায়ক সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমাসহ বাংলাদেশ নারী ফুটবলের সব তারকা একসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাফুফে ভবনের সামনে মাসুরা পারভীন, মারিয়া মান্ডা, সানজিদা আক্তার, শিউলি আজিম, তহুরা খাতুন, সাগরিকাদের চোখে ছিল অশ্রু। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরতে গিয়ে সাবিনা যেন কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে পড়েন। একটু পর স্বাভাবিক হয়ে বলেন, ‘আমরা এই কোচের অধীনে অনুশীলন করবো না। এই কোচ থাকলে আমরা একসঙ্গে চলে যাব। একটা বিষয় বলা দরকার, নিজেদের প্রমাণের কিছু নেই। ব্যাপারটি আত্মসম্মানের। দিনশেষে মেয়েরা দেশের জন্য খেলেন। দেশের মানুষ যেভাবে মেয়েদের কটূক্তি করছেন, যেটি মেয়েদের জন্য মেনে নেয়াটা অসম্ভব’-কান্নাজড়িত কণ্ঠে সাবিনার এমন মন্তব্যের পর অন্য ফুটবলাররাও একে একে বাটলারের বিষয়ে কথা বলতে থাকেন। ২০ মিনিটের মতো সংবাদ সম্মেলনের আগে তিন পাতার আনুষ্ঠানিক বিবৃতি মিডিয়াকর্মীদের হাতে তুলে দেন মেয়েরা। যেখানে লেখা আছে বাটলারের বিরুদ্ধে গুরুতর অনেক অভিযোগ। মেয়েদের পোশাক নিয়ে কথা বলা, বডি শেমিং (শারীরিক গঠন নিয়ে লজ্জা দেয়া), দলের অভ্যন্তরে সিনিয়র-জুনিয়র বিভাজন সৃষ্টি, গালাগাল, মানসিক নির্যাতন, মেয়েদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলাসহ নানা বিষয় আছে তিন পৃষ্ঠার লেখাতে। এসব বিষয় বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে জানালেও সমাধান না পাওয়ার অভিযোগ মেয়েদের। তাই সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সরাসরি সাক্ষাতের আগে অনুশীলন না করার সিদ্ধান্ত নারী সাফজয়ীদের। সেখানেও যদি বাটলার ইস্যুতে ইতিবাচক কিছু না আসে, তাহলে গণহারে অবসরের হুমকি দিয়েছেন সাবিনারা। তবে গত বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) আমিনুল ইসলাম বিষয়টি নিয়ে বাফুফেকে একটি চিঠি দিয়েছেন। প্রকৃত অবস্থা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে বাফুফেকে।