স্টাফ রিপোর্টার: ‘এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার বেলা ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সাহায্য কেন্দ্র মা ছামিনা স্মৃতি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান বলেন, দেশে শতকরা ২ ভাগ প্রতিবন্ধী রয়েছে। শিক্ষকদের অনুরোধ করবো প্রতিবন্ধীদের প্রতি যতœবান হতে। অটিস্টিক শিশুদের জন্য প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ কাজ করছেন। প্রতিবন্ধীরা মাসে ৭৫০ টাকা করে ভাতা পাচ্ছে। হুইল চেয়ার ও সাদাছড়ি দেয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধীদের জন্য যে সুযোগ সুবিধা আছে তা দেয়া হবে। যারা প্রতিবন্ধী ভাইবোনেরা আছে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। তারা সুস্থ হয়ে সমাজের মূলস্রোতে ফিরে আসবে। অর্থনৈতিকভাবে স্বলতা ফিরে আসবে। তারা যোগ্য হলে চাকরির ব্যবস্থা করা হবে। গর্ভবতী মায়েদের সঠিক যতœ নিতে হবে। সন্তান জন্মের সময় সচেতন হতে হবে। গ্রাম ও উপজেলা পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য সেমিনার করতে পারে। সচেতন করার জন্য পরামর্শ দিতে হবে। বাল্যবিয়ে বন্ধের জন্য কাজ করতে হবে। চিকিৎসার মাধ্যমে ত্রæটি সমাধান করা সম্ভব। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদের সভাপতিত্বে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় জেলা প্রতিবন্ধী সাহায্য কেন্দ্রের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। প্রতিবন্ধী সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট নূর আলম আকাশের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে প্রত্যাশার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, তিতুদহ অটিস্টিক বিদ্যালয়ের সভাপতি জামাল উদ্দিন ও প্রধান শিক্ষক আনোয়ার হোসেন এবং ছাত্রী মিম্মিতা সুলতানা বক্তব্য রাখেন।