শরিফুল ইসলাম রোকন: ভাগ্যের চাকা ঘোরাতে মালয়েশিয়ায় গিয়ে অগ্নিদগ্ধ আলমডাঙ্গা দুর্গাপুর গ্রামের মিনাজ অবশেষে মারা গেছেন। গতকাল সোমবার বাংলাদেশ সময় বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। গত ২৬ মার্চ বিকেলে ‘স’ মিল ফ্যাক্টারির বয়লারের ছাইয়ের আগুনে পুড়ে মিনাজ মারাত্মক আহত হন। পরে মিনাজ উদ্দিনকে মালয়েশিয়ার একটি হাসপাতালে বার্ণ ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছিলো।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার কুমারি ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মিনাজ উদ্দিন (৪৫) প্রায় ৬ বছর আগে ভাগ্যের চাকা ঘোরাতে মালয়েশিয়ায় যান। তিনি মালায়েশিয়ার তাইফিন শহরের একটি ‘স’ মিল ফ্যাক্টরিতে কাজ করতেন। গত ২৬ মার্চ বিকেলে ‘স’ মিল ফ্যাক্টরির বয়লারের ছাই সরাতে গিয়ে ছাইয়ের কুণ্ডলি মিনাজ উদ্দিনের শরীরের ওপর পড়ে। এ সময় মিনাজ উদ্দিনের শরীরের প্রায় ৫০ ভাগ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে মালয়েশিয়ার একটি হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছিলো। তার শরীরিক অবস্থা আশঙ্কাজনক ছিলো। ২৮ মার্চ বাংলাদেশ সময় বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সংবাদ শুনে পরিবারে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় এলাকার আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। মিনাজের ভাতিজা সুমন জানান, তার চাচা ২৮ মার্চ সোমবার বাংলাদেশ সময় বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। মিনাজ উদ্দিনের লাশ বাড়িতে নিয়ে আসা হবে। তবে সকল প্রক্রিয়া করতে সময় লাগবে। মিনাজ উদ্দিন মৃত্যুকালে ২ ছেলে রেখে গেছেন। মরহুম মিনাজ উদ্দিনের আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন বড় ছেলে সৌরভ।