স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে সরকারি কলেজ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রথমে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনে স‚চনা করা হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। প্রধান অতিথির বক্তব্যে বিএম মোজাম্মেল হক বলেন, বার বার ষড়যন্ত্র হয়েছে, সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে আমরা এদেশের স্বাধীনতা অর্জন করেছি। আজকে বঙ্গবন্ধু নেই, বঙ্গবন্ধুর অবর্তমানে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়ন করবোই করবো।
সম্মেলনের উদ্বোধক এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, নিজেদের মধ্যে দ্ব›দ্ব সংঘাত করবেন না। বিএনপি, জামায়াত সুযোগ নিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে। এরা সুযোগ পেলে আবারও দেশে অরাজকতা সৃষ্টি করবে। আজকে জননেত্রী শেখ হাসিনা যখন দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের বুকে তুলে ধরেছেন, তখনই ষড়যন্ত্র শুরু হয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে।
আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি হাজী আলী আজগর টগর, যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, অ্যাডভোকেট আব্দুর রশিদ, প্রশান্ত অধিকারী, নজরুল ইসলাম মল্লিক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ উপ কমিটির সদস্য ও এফবিসিসিআই’র সহ-সভাপতি এম এ রাজ্জাক রাজ্জাক খান রাজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, অ্যাড. সামসুজ্জোহা, বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, দপ্তর সম্পাদক আবু তালেব, যুব ও ক্রীড়া সম্পাদক আরশাদ উদ্দিন আহামেদ চন্দন, শিক্ষা বিষয়ক সম্পাদক জাকারিয়া আলম, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের পরিচালনায় মঞ্চে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের উপ-প্রচার সম্পাদক শওকত আলী, নির্বাহী সদস্য আ্যাড. বেলাল হোসেন পিপি, চুয়াডাঙ্গা সদর উপজেলা আ.লীগ সভাপতি আব্দুল মান্নান নান্নু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক কাজী শহিদুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ অমল, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাবেক সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি জেলা পরিষদের সদস্য আবু মুসা, আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, জেলা যুবলীগের সাবেক আহŸায়ক আরেফিন আলম রঞ্জু, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, আব্দুর রশিদ, রেজাউল করিম, সাবেক সম্পাদক সিরাজুল ইসলাম আসমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, মাসুদুর রহমান মাসুম, মহিলা আ.লীগ সাধারণ সম্পাদক নুরুন্নাহার কাকলি, নাবিলা রোকসানা ছন্দা, শাহাজাদী মিলি, রোজিনা জোয়ার্দ্দার সাথী, শম্পা ফেরদৌস, যুব মহিলা লীগের আফরোজা পারভীন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নীতু, পলি, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ পিন্টু চেয়ারম্যান, জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, নাগদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়েত আলী, বাড়াদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন, আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগ সভাপতি ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক প্রমুখ।