মুজিবনগর প্রতিনিধি:
মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৭, ৮, ৯ নং ওয়ার্ড আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যারাতে আনন্দবাস বাজার চত্বরে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগোয়ান ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আক্কাস আলী। প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ গোলাম রসুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, মহাজনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল হক নান্নু, সাবেক ইউনিয়ন আ.লীগের সম্পাদক কুতুব উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রিপন আলী, ওমর ফারুক, সানোয়ার হোসেন দানা, সাবেক ইউপি সদস্য শংকর বিশ্বাস, মিস্টার দিলীপ মল্লিক, কাজী কোমর উদ্দিন সেলিম। প্রথম অধিবেশন শেষে বাগোয়ান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সভাপতি আবু বক্কর হালসোনা ও সাধারণ সম্পাদক রাহাতুল্লাহ। ৮ নং ওয়ার্ডের সভাপতি রেজাউল বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন। ৯ নং ওয়ার্ডের সভাপতি বাবু হাসা ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনকে সর্বসম্মতিক্রমে সভাপতি সম্পাদকের নাম ঘোষণা করা হয়। সঞ্চালনায় ছিলেন বাগোয়ান ইউনিয়ন আ. লীগের ক্রিড়া সম্পাদক জাহিদ হাসান।
অপরদিকে, মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে ইউনিয়নের গোপালপুর গ্রামে ওই প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান নান্নুর সভাপতিত্বে এবং মহাজনপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বল্টুর সঞ্চালনায় প্রস্তুতিসভায় প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলী, জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ। এ সময় ইউনিয়নের ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ মার্চ বাংলাদেশ আ.লীগ মহাজনপুর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক ৯টি ওয়ার্ডের কমিটি গঠন করা হবে বলে জানান সভাপতি রেজাউর রহমান নান্নু।