শিল্পকলা একাডেমি ও প্রশাসনের সাথে এমপি ছেলুনের মতবিনিময়
আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা মুক্ত দিবস উপলক্ষ্যে আগামী ৭ ডিসেম্বর আলমডাঙ্গার বধ্যভূমিতে নাটক ‘গণহত্যা’ মঞ্চস্থ হবে। বাংলাদেশ পরিবেশ থিয়েটারের উদ্যোগে ও চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ নাটক মঞ্চায়িত হবে। সুষ্ঠুভাবে মুক্তিযুদ্ধনির্ভর এ নাটক মঞ্চায়নের লক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বধ্যভূমিতে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন শিল্পকলা একাডেমি ও জেলা প্রশাসকের প্রতিনিধির সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুর, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নাটকের পরিচালক আব্দুস সালাম, নজির উদ্দিন, আদিল হোসেন, ইয়াকুব আলী জোয়ার্দ্দারসহ নাটকের কলাকুশলীরা। নাটকে আলমডাঙ্গা বধ্যভূমির ইতিহাসসহ চুয়াডাঙ্গা জেলার মুক্তিযুদ্ধের অনেক ঘটনা তুলে ধরা হবে বলে যায়।
এ সময় সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস অবিকৃত রাখতে নাট্যব্যক্তিত্বরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন। তাছাড়া নতুন ও আগামী প্রজন্মের নিকট মুক্তিযুদ্ধের অবিকৃত ইতিহাস তুলে দিতে তাদের এ প্রচেষ্টা ধন্যবাদ পাওয়ার যোগ্য।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, জেলা পরিষদের সদস্য আবু মুসা, শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী লিয়াকত আলী লিপু মোল্লা, যুগ্মসম্পাদক আতিয়ার রহমান, আলম হোসেন, ক্রীড়া সম্পাদক মহিদুল ইসলাম মহিদ, প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, পৌর আওয়ামী লীগের দফতর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আবু সাঈদ পিন্টু, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদকের মধ্যে জয়নাল আবেদীন, দিদার আলী, রাহাব উদ্দিন, নবনির্বাচিত চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোযার্দ্দার লোটাস, মাহমুদুল হাসান চঞ্চল, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান, রোকনুজ্জামান নাহিদ, ডা. সুজন, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল রানা শাহিন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদ হাসান তমাল, কলেজ ছাত্রলীগের যুগ্মসম্পাদক হাসানুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, যুবলীগ নেতা ফারুক, আরিফুল ইসলাম, সেলিম প্রমুখ।