ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
জেলা সিভিল সার্জন সেলিনা বেগম বলেন, ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় পাঁচজন ও করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনায় সংক্রমিত হয়ে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় শৈলকুপায় একজন ও হরিণাকু-ুতে একজন মারা গেছেন। একই সময় ৪৫৭ জনের নমুনা পরীক্ষায় ১৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ১৩ শতাংশ। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা ৫ হাজার ১৭৬।
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ বলেন, সদর হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ১১৫জন চিকিৎসাধীন। শয্যাসংখ্যার তুলনায় রোগী বেশি হওয়ায় চিকিৎসাসেবা দেয়া কষ্টসাধ্য হয়ে পড়ছে।