মেহেরপুরের গাংনী ইয়াবাসহ ইউপি সদস্য আটক

মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ এক ইউপি সদস্যকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিচালক আব্দুল মান্নান জানান, উপজেলার বামুন্দী বাজার থেকে মঙ্গলবার সাইদুর রহমান মিলনকে (৪৭) আটক করা হয়।
মিলন মটমুড়া ইউনিয়ন পরিষদের ১ ওয়ার্ডের সদস্য। তিনি চরগোয়াল গ্রামের আব্দুর রহমানের ছেলে ছোট ছেলে।
আব্দুল মান্নান বলেন, মিলন দীর্ঘদিন ধরে তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে ইয়াবা কেনাবেচা করেছেন গোপন খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তার পকেট থেকে উদ্ধার করা হয় তিনটি ইয়াবা। মিলনের বিরুদ্ধে আরও একটি মাদকের মামলা রয়েছে। এছাড়া একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এই ইউপি সদস্য বর্তমানে জামিনে রয়েছেন। মিলনের বিরুদ্ধে নতুন করে মাদ্রক আইনে মামলা দায়ের করে গাংনী থানায় মামলাসহ হস্তান্তর করা হয়। পুলিশ তাকে মাদক কামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা।

 

Comments (0)
Add Comment