এক কেজি গাঁজাসহ র্যাব’র হাতে ধরাপড়েছে চুয়াডাঙ্গা দামুহুদার জয়রামপুর হাজীপাড়ার মানিক হোসেন ওরফে নূর ইসলাম (৫৭)। রোববার বিকেলে তাকে জয়রামপুর থেকে গাঁজাসহ আটযক করা হয়।
র্যাব-৬ ঝিনাইদহ সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল উদ্দীনের নেতৃত্বে একটি অভিযানিক দল রোববার বিকেলে অভিযান চালিয়ে মানিক হোসেন ওরফে নূর ইসলামকে আটক করে। তার নিকট থেকে উদ্ধার করা হয় ১ কেজি গাঁজা। পরে তাকে মামলাসহ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া করা হয়। আটক ব্যক্তি মৃত মনছুর আলীর ছেলে।