সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বোয়ালিয়া গ্রামের দরিদ্র কৃষক গোলম রসুল রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে বোয়ালিয়া টেরিতলার মাঠে একটি কাঁঠাল গাছের ডালের সাথে গলাই ফাঁস লাগানো তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। গোলম রসুল (৬০) আলমডাঙ্গা উপজেলার তালুককররা গ্রামের মৃত মকছেদ আলী। তিনি বোয়ালিয়া গ্রামে বিয়ে করে সেখানেই বসবাস শুরু করেন।
গোলম রসুলের স্ত্রী জাহানারা খাতুন বলেছেন, গত শুক্রবার মাগরিবের নামাজ পড়ে বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি না ফিরলে তাকে বিভিন্ন স্থানে খোঁজখুজি করা হয়। এক পর্যায়ে শনিবার দুপুর ২টার বোয়ালিয়ার টেরিতলার মাঠে কাঁঠাল গাছের ডালে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে মাঠের কৃষকরা আমাদের খবর দেয়।
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ সরেজমিনে তদন্ত করে গোলাম রসুলের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ব্যাপারে চুয়াডঙ্গা সদর থানায় ইউডি মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।