কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর মেইন বাজারে বুধবার সন্ধ্যারাতে ইসলামী ব্যাংক এটিএম বুথের পাশে পরিত্যাক্ত একটি ব্রিফকেস কে ঘিরে তোলপাড়ের সৃষ্টি হয়। রাত ৯টার দিকে তালাবন্ধ ব্রিফকেসটি মানুষের নজরে আসে। পরিত্যাক্ত এ ব্রিসকেসটির কথা মুহূর্তে বাজারে চাউর হয়ে যায়। উৎসুক জনতা রহস্যময় ব্রিফকেসটি দেখতে ইসলামী ব্যাংকের সামনে ভিড় করে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। উপস্থিত জনতার একেক জনের একেক মন্তব্য। কারো ধারণা ব্রিফকেসটিতে লাশ আছে। কেউ বলছেন বোম রাখা আছে। পুলিশ এসে রহস্যঘেরা ব্রিফকেসটির তথ্য অনুসন্ধান করতে থাকে। ইসলামী ব্যাংকের নিচে তালা-চাবি মেরামতকারী আব্দুল লতিফকে তলব করা হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ব্রিফকেসটির মালিক উপজেলার ফুলবাড়ী গ্রামের হাজি সেলিমের। ব্রিফকেসের তালা খুলতে না পারায় বুধবার বিকেলে ব্রিফকেসটি তালা-চাবি মেরামতকারী আব্দুল লতিফের কাছে নিয়ে আসে। পরে মেরামতের উদ্দেশ্যে আব্দুল লতিফ ব্রিফকেসটি এটিএম বুথের পাশে রেখে ছিলো। ব্রিফকেসটির তালা ভেঙে ভেতরে পাওয়া গেল ১টি কাথা আর বালিশ। আর এর মাধ্যমে অবসান হলো সকল জল্পনা-কল্পনার।