বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার গড়াইটুপি ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়পত্র সংগ্রহ করেছেন আব্দুল ওহেদ। বাছাই পর্বে প্রার্থীতা বাতিল হওয়ায় উচ্চ আদালতে রিট করেন তিনি। উচ্চ আদালতের আদেশে তিনি প্রার্থীতা ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন আব্দুল ওহেদ। তবে কবে নাগাদ প্রচার প্রচারণায় অংশগ্রহণ করতে পারেন সেটাই এখন দেখার বিষয়।
জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউপি নির্বাচন ২০ অক্টোবর। এ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন সড়াবাড়িয়া গ্রামের আব্দুল ওহেদ। ২৬ সেপ্টেম্বর বাছাই পর্বে তার প্রার্থীতা বাতিল হয়ে যায়। আব্দুল ওহেদ প্রার্থীতা ফিরে পেতে উচ্চ আদালতে রিট করেন। গতকাল সোমবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি জে এম বি হাসান ও বিচারপতি মো. খাইরুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে ওই বিষয়ে শুনানী শেষে চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওহেদ যাতে প্রার্থীতা ফিরে পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন তার আদেশ দেন। আব্দুল ওহেদের পক্ষে মামলাটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হামিদুর রহমান। এদিকে আব্দুল ওহেদ প্রার্থীতা ফিরে পেয়েছেন এমন সংবাদ তার অনুসারী এবং ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে আনন্দ। তবে কবে নাগাদ তিনি প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারেন সেটাই এখন দেখার বিষয়। এ ব্যাপারে রির্টানিং কর্মকর্তা কামরুল হাসান বলেন, কাগজপত্র হাতে পেলে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ আদালতের আদেশের বাইরে তো কেউ না।